ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেংকো বলেছেন পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের হুমকীর কারণে আগামী বছরগুলোতে দেশের সেনা বাহিনী খাতে ব্যায় বাড়বে ৩০০ কোটি ডলার।
সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্ত হবার ২৩ বছর পর রোববার ইউক্রেনের স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া ভাষণে মিষ্টার পোরোশেংকো এ কথা বলেন।
এদিকে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা বিদ্রোহী অধ্যুষিত ডোনেস্ক শহরের রাস্তায় মহড়া প্রদর্শন করে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরী ইউক্রেনের ২৩তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষ্যে দেশের জনগনদেরকে অভিনন্দন জানান। এক বিবৃতিতে তিনি বলেন দেশটির শান্তি গনতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে।