অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের পরিস্থিতি কিছুটা শান্ত, অস্ত্রবিরতি মানা হচ্ছে না-মার্কেল


জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মার্কেল বলেছেন মিনসক চুক্তির পর ইউক্রেনের পরিস্থিতি কিছুটা শান্ত, তবে অস্ত্রবিরতি পরিপূর্নভাবে মানা হচ্ছে বলে মনে হয় না।

সফররত ইউক্রেনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াৎসেনিয়ূকের সঙ্গে বুধবার বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ্যাঙ্গেলা মার্কেল বলেন পূর্ব ইউক্রেনের অবস্থা আগের চেয়ে বেশ শান্ত।

গতমাসে মার্কেল বলেছিলেন মিনসক চুক্তি সম্পূর্নভাবে না মানাপর্যন্ত ইউরোপিয়ন ইউনিয়ন রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে না।

এদিকে পূর্ব ইউক্রেনে রুশ সমর্থিত বিদ্রোহী কতৃপক্ষ রাশিয়ান মুদ্রা রুবেলে পেনশন দেয়া শুরু করেছে বুধবার থেকে।

XS
SM
MD
LG