রিপাবলিকান প্রসিডেন্ট প্রা্র্থী ডনাল্ড ট্রাম্প যুক্তরাস্ট্রে মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ করার কথা বলে নানা সমালোচনায় পড়েছেন।
বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ট্রাম্পের পরিকল্পনাকে বৈষম্যপূর্ন, এবং ভুল বলে আখ্যা দেন।
জাতিসংঘ শরনার্থী সংস্থার মুখপাত্র বলেন নির্বাচনী প্রচারেনায় এ ধরনের বক্তব্য দেয়াটা ঠিক নয়।
সিডনী ভিত্তিক সংগঠন Islamic Friendship Association of Australia এর কর্মকর্তা কেসার ট্র্যাড বলেন ট্রাম্পের বক্তব্য ঠিক নয়, ইসলামোফোবিয়া দিয়ে তিনি নির্বাচনে জেতার চেষ্টা করছেন। এছাড়া বিশ্বব্যাপি নানা সংগঠন ও বিশিষ্ট ব্যাক্তবর্গ এ বক্তব্যের সমালোচনা করেছেন।