মিয়ানমার ও বাংলাদেশ থেকে মানব পাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে থাইল্যান্ডের এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে থাই সরকার।
ব্যাংকক পোস্টের খবরে বলা হয় ধারণা করা হচ্ছে সেনা কর্মকর্তা লে: জেনারেল মানাস কোংপান মানব পাচার, পাচার হওয়া অভিবাসি ও শরনার্থীদেরকে আটক করে মুক্তিপন আদায়সহ নানা ধরণের অপরাধের সঙ্গে সম্পৃক্ত।
এর আগেও থাইল্যান্ডের ক্ষসমতাসীন সেনা সরকার মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছিল।
গত কয়েক মাসে মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড এবং বাংলাদেশ সাগর উপকুলে নৌকায় ভাসমান অবস্থা কয়েক হাজার অভিবাসি ও শরনার্থীদেরকে উদ্ধার করা হয়। এ ধরনের অনেক ডুবন্ত নৌকা থেকে অনেকে সাতরে কুলেও ওঠে। আন্দামান ও বঙ্গোপসাগরে এখনো অনেক অভিবাসি ও শরনার্থী নৌকায় ভাসমান অবস্থায় অসহায় সময়পার করছে।