অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার রাজধানীতে জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ৪০জন নিহত


নজরদারি সংস্থা সিরিয়ান অবজারভেটারি ফর হিউমান রাইটস বলছে সিরিয়ার রাজধানীতে এক জোড়া বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত এবং আরও অন্তত ১২০ জন আহত অনেকে আহত হয়েছে।

তারা বলছে আজ দামেস্কের যে বাব-আল-সাগির অঞ্চলে এই বিস্ফোরণটি ঘটে সেখানে শিয়াদের অনেক মাজার রয়েছে এবং গোটা বিশ্ব থেকে পুণ্যার্থিরা সেখানে আসেন। পুণ্যার্থিরা একটি সমাধি ক্ষেত্রের কাছের বাস স্ট্যান্ডে জড়ো হয়েছিলেন।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রক বলছে হতাহতের মধ্যে অধিকাংশই ইরাকের নাগরিক।

সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ শা’আর বলেন যে বিভিন্ন আরব দেশের পুন্যার্থিদের হত্যা করার লক্ষেই এই আক্রমণ চালানো হয়।

তাৎক্ষণিক ভাবে এই হামলার দায় কেউ স্বীকার করেনি। দামেস্কে বোমা বিস্ফোরণের ঘটনা খুবই বিরল। তবে শিয়াদের পবিত্র স্থানগুলো প্রায়ই আল ক্বায়দা এবং আই এস এর আক্রমণের লক্ষ্য হয়, সিরিয়ায় এবং ইরাকেও।

XS
SM
MD
LG