অ্যাকসেসিবিলিটি লিংক

প্রেসিডেন্ট ওবামার মঙ্গলবারের স্টেইট অফ দ্য য়ুনিয়ন ভাষনের পটভুমি


যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে এবং সেই সঙ্গে লক্ষ লক্ষ টেলিভিশন দর্শক-শ্রোতার সামনে এই মঙ্গলবার রাষ্ট্রীয় পরিস্থিতি বিষয়ে বা স্টেইট অফ দ্য য়ুনিয়ন ভাষন দিতে চলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এবারের এই স্টেইট অফ দ্য য়ুনিয়ন ভাষনের মধ্যে দিয়ে প্রেসিডেন্ট ওবামা তাঁর হৃত রাজনৈতিক ভাগ্য ফেরানোর চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে । ভয়েস অফ এ্যামেরিকার সংবাদদাতা জিম ম্যালৌনের প্রতিবেদন উপস্থাপন করেছেন সেলিম হোসেন ।state of union
please wait
Embed

No media source currently available

0:00 0:03:36 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG