অ্যাকসেসিবিলিটি লিংক

এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর


এক ঝলকে আমেরিকার বিশেষ কিছু খবর
please wait

No media source currently available

0:00 0:01:34 0:00

এফবিআই বুধবার রাতে জানিয়েছে, কর্তৃপক্ষ নিউ অরলিন্সে নববর্ষ উদযাপনের সময় ভোরে যে ঘটনায় এক ব্যক্তি একটি পিকআপ ট্রাক মানুষের ভীড়ের ওপর উঠিয়ে দিয়ে গুলি চালায়, তার তদন্ত করা হচ্ছে নিউ অরলিন্স, লুইজিয়ানা এবং লুইজিয়ানার বাইরের রাজ্যগুলিতে। ঐ ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হয়।

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের লাস ভেগাস হোটেলের বাইরে আপাতদৃষ্টে আতশবাজি বহনকারী একটি টেসলা সাইবারট্রাকে আগুন ধরে একজন নিহত ও সাতজন আহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঐ ঘটনাকে সম্ভাব্য উদ্দেশ্যমূলক সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনার কথা উড়িয়ে দেননি।

প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ২০ জনকে প্রেসিডেন্সিয়াল সিটিজেন মেডেল প্রদান করবেন। প্রাপকদের মধ্যে রয়েছেন কংগ্রেসম্যান বেনি থম্পসন এবং প্রাক্তন কংগ্রেসওম্যান এলিজাবেথ চেনি, যিনি ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার কংগ্রেসনাল তদন্তের নেতৃত্ব দিয়েছিলেন।

XS
SM
MD
LG