সুপ্রিম কোর্টের রায়ে টাটা মোটর্স-এর গাড়ি কারখানার প্রয়োজনে সিঙ্গুরে জমি অধিগ্রহণ বাতিল হয়ে গেলেও এখন ঐ মামলার সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষ লাভ-লোকসান হিসেব করছে। কারখানা অর্ধ-সমাপ্ত ফেলে রেখে সিঙ্গুর ছাড়তে বাধ্য হয়েছিল টাটা মোটর্স। তাদের ১,৪০০ কোটি টাকা লোকসান হয়েছে বলে ক্ষতিপূরণ চাইছে তারা। পাবে কিনা, এখনও জানা নেই। ইচ্ছুক জমিদাতারা অনেকেই ভেবেছিলেন, ওখানে বাড়ির ছেলেরা শিল্পে কাজ পাবে। তা হল না। বামপন্থীরা বলছেন, অধিগ্রহণ বাতিল হয়েছে পদ্ধতিগত ত্রুটিতে। কিন্তু বৃহত্তর প্রশ্ন হল, শিল্পের প্রয়োজনে কৃষকের অমতেও কি নেওয়া যেতে পারে কৃষিজমি? এ প্রশ্নের মীমাংসা কিন্তু করে নি শীর্ষ আদালত। এই অধিগ্রহণ জনস্বার্থে হয়েছিল কিনা, এ প্রশ্নেও দ্বিমত দুইবিচারপতি।
বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।