ভারতের কভিড ১৯ এর এই দ্বিতীয় ঢেউ মারাত্মক রূপ ধারণ করেছে। সংক্রমিত রোগির সংখ্যা প্রায় আড়াই কোটি। প্রতিদিন সংক্রমণ ঘটছে তিন লক্ষেরও বেশি মানুষের । অথচ মাত্র মাস কয়েক আগেই প্রথম ঢেউয়ের পর, ভারতেই অনেকে মনে করেছিলেন করোনার কবল থেকে ভারত মুক্ত হয়ে গেছে। কিন্তু গত তিন সপ্তাহে ভারত করোনাক্রান্তিতে পর্যদূস্ত হয়েছে এতটাই যে সেখানে সংক্রমণ ও মৃত্যুর হার জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে, অক্সিজেনের ঘাটতি পড়েছে, টীকা প্রদানের গতি কমে এসেছে এবং অতি সম্প্রতি পশ্চিম বঙ্গ রাজ্য জুড়ে ৩০ শে মে জুড়ে লকডাউনের ঘোষণা দেয়া হয়েছে। ভারতে কভিড ১৯ এর এই প্রচন্ড প্রকোপ, এর কারণ প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে কথা বলছেন দিল্লি থেকে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বিশিষ্ট সংবাদ পর্যালোচক ও বিশ্লেষক গৌতম লাহিড়ী । তাঁর সঙ্গে স্কাইপে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভয়েস অফ আমেরিকার মাল্টিমিডিয়া সংবাদ সম্প্রচারক আনিস আহমেদ ।
ভিডিও চিত্র গ্রহণ ও সম্পাদনা: তাওহিদ ইসলাম