ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুয়েত সফরকালে দেশটির আমির শেখ মেশাল আল আহমাদ আল জাবের আল সাবাহ এবং যুবরাজ শেখ সাবাহ আল খালিদ আল সাবাহ-এর সঙ্গে সাক্ষাৎ করেন। রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪।
মোদীর দুদিনের এই সফরটি ঐতিহাসিক, কারণ গত ৪৩ বছরের মধ্যে উপসাগরীয় দেশটিতে কোন ভারতীয় প্রধানমন্ত্রীর এটিই প্রথম সফর।
মোদী কুয়েতের আমিরের কাছ থেকে 'অর্ডার অফ মুবারক দ্য গ্রেট' সম্মানে ভূষিত হয়েছেন, যা কুয়েতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার।
শনিবার, ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই সফর ভারত ও উপসাগরীয় দেশগুলির মধ্যে সম্পর্ক জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
২০২৩-এ ভারতীয় পররাষ্ট্র মন্ত্রকের পার্লামেন্টের সাথে শেয়ার করা তথ্য অনুসারে, বিদেশে কর্মরত প্রায় ১৩ মিলিয়ন ভারতীয়দের মধ্যে ৬০%-এরও বেশি উপসাগরীয় দেশগুলিতে রয়েছে।
প্রায় ৮৫০,০০০ ভারতীয়কে নিয়ে কুয়েত তাদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ।