সংবাদ সংস্থা পিটি আই সূত্রের খবর আই এস জঙ্গি গোষ্ঠীর প্রচার রুখতে এবার সোশ্যাল নেটওয়ার্ক সাইটের সাহায্য চাইল জাতীয় তদন্ত এজেন্সী এন আই এ। ইতিমধ্যেই তথ্যের জন্য ফেসবুক ট্যুইটার এবং হোয়াটস অ্যাপের কাছে আবেদন করেছে।ওই সব সোস্যাল সাইট ব্যবহার করে অবিরত আই এস গোষ্ঠীর মতাদর্শ প্রচার করা হচ্ছে....এন আইএ'র হাতে যথেষ্ট তথ্য প্রমানও আছে।দিল্লী আলালতে একটি মামলার প্রেক্ষিতে বিষয়টি প্রকাশ্যে আসে।তিন আইএস জঙ্গি শেখ আজহার উল ইসলাম মহম্মদ ফারহান শেখ এবং আদনান হাসানের নিজেদের কাছে হেপাজত বাড়ানোর আবেদন করার প্রেক্ষিতেই পুরো বিষয়টি জানাজানি হয় সোস্যাল সাইট ব্যবহারের ঘঢনাটি।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট: