পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দেশের মুখ্য নির্বাচন কমিশনার নাসিম জাইদি কলকাতায় জানিয়ে দিলেন এবার কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা করবেন পর্যবেক্ষকরা। তারাই নির্বাচনের কমিশনের চোখকান। তাদের উপরও নজর থাকবে কমিশনের। এতদিন পর্যবেক্ষকের সামনে জেলাশাসক পুলিশ সুপার রা বাহিনী মোতায়েনের পরিকল্পনা করতেন। যা নিয়ে অনেক অভিযোগ উঠেছে। তাই এবার কেন্দ্রীয় পর্যবেক্ষকরাই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করবেন বলে ঠিক করেছে কমিশন।সেই সংগে 100 শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী এবং ভোটারের বাড়ি থেকে বুথ পর্যন্ত সেই একই বাহিনী ত্রিস্তরীয় নিরাপত্তা দেবে বলে জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার।পরমাশিস ঘোষরায়ের রিপোর্ট: