রাজ্য বিধান সভার নির্বাচনের ৫ সপ্তাহ পর, শেষ পর্যন্ত সরকার গঠিত হতে চলেছে- জম্মু-কাশ্মীর রাজ্যে। আর তা হচ্ছে বিজেপি এবং পিপলস ডেমোক্রেটিক পার্টি; এই দুই দলের অংশগ্রহণে- যৌথ সরকার। কলকাতা থেকে এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সংবাদদাতা গৌতম গুপ্ত।
পশ্চিম বঙ্গের চিট ফান্ড সংস্থা সারদার আর্থিক কেলেঙ্কারীর ঘটনায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায়কে আজ তিন দফায় প্রায় সাড়ে চার ঘন্টা জেরা করলো ভারতের কেন্দ্রয়ি গোয়েন্দা সংস্থা , সি বি আই । শুনুন কোলকাতা থেকে পাঠানো আমাদের সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়ের টেলিফোন বার্তা :