অ্যাকসেসিবিলিটি লিংক

টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিতে রিপোর্টার ও ক্যামেরাম্যান নিহত


টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে সাক্ষাৎকার গ্রহণকালে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে ভার্জিনিয়ায় এক টিভি রিপোর্টার ও ক্যামেরাম্যান নিহত হয়েছেন।

বুধবার সকালে দক্ষিন-পশ্চিম ভার্জিনিয়ার রোয়েনক নামক স্থানে ঘটে ঘটনাটি। গুলী করার পর বন্দুকধারী দ্রুত স্থান ত্যাগ করে।

জানা গেছে, ওয়াশিংটন থেকে ৩৭৫ কিলোমিটার দূরে রোয়েনক শহরের WDBJ টিভি ষ্টেশনের এক রিপোর্টার ঐ এলাকার এক নারী ব্যাবসায়ীর সাক্ষাৎকার নিচ্ছলেন এবং তা সরাসরি প্রচার হচ্ছিল। হঠাৎই কালো পোষাকে আচ্ছাদিত অজ্ঞাত ওই বন্দুকধারী সেখানে ঢুকে রিপোর্টার ও ক্যামেরাম্যানকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

২৪ বছর বয়সী নিহত রিপোর্টারের নাম এ্যালিসন পার্কার এবং ২৭ বছর বয়সী ফটোগ্রাফার এ্যাডাম ওয়ার্ড। ঘটনার কারন এখনো কিছু জানা যায়নি।

XS
SM
MD
LG