অ্যাকসেসিবিলিটি লিংক

করাচিতে চীনা সাবমেরিন : ভারতের প্রতিক্রিয়া


Indian Navy
Indian Navy

কয়েক সপ্তাহ আগেই ভারতীয় উপকূলের খুব কাছেই পাকিস্তানের করাচি বন্দরে এসেছিল চীনা নৌবাহিনীর একটি সাবমেরিন। তা নিয়ে ভারতে প্রবল হৈ চৈ হয়ে গেলেও এ বিষয়ে বেশ নিরুদ্বিগ্নই ভারতীয় নৌবাহিনির ভাইস অ্যাডমিরাল, পি মুরুগেশন। তিনি কলকাতায় বললেন, ভারতীয় যুদ্ধজাহাজও তো বিভিন্ন বন্ধু দেশের বন্দরে যাওয়া-আসা করে থাকে। তবে সমগ্র ভারত মহাসাগরে কোন দেশের কোন যুদ্ধজাহাজ ও সাবমেরিন ঘোরাফেরা করছে, তার ওপর সতর্ক নজরদারি চালান তাঁরা। চিনা সাবমেরিনের করাচি বন্দরে আসা নিয়ে তাই উদ্বেগের কিছু নেই।

এ ছাড়া, বিমানবাহী যুদ্ধজাহাজ থেকে সাবমেরিন - নৌবাহিনির প্রয়োজনীয় সব কিছুই এ দেশেই নির্মিত হয়। এখনই যেমন কলকাতা, গোয়া আর মুম্বইয়ে নির্মিত হচ্ছে ৪৮টি নানান ধরণের যুদ্ধ জাহাজ।

মঙ্গলবারই কলকাতার গার্ডেনরিচ শিপইয়ার্ডে নির্মিত তিনটি ছোট যুদ্ধ জাহাজ নৌ বাহিনির হাতে তুলে দেওয়া হল।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG