অ্যাকসেসিবিলিটি লিংক

১০ জনের মধ্যে ৬ জন আমেরিকান মনে করেন মানুষ বর্ণবাদী


সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে বর্নবাদ পরবর্তী সম্প্রীতির যে বিশ্ব ছিল যুক্তরাস্ট্র সে অবস্থায় আসেনি, যা হবে বলে অনেকেই আশা করেছিলেন, বিশষ করে দেশের প্রেসিডেন্ট হিসাবে প্রথম আফ্রিকান আমেরিকান নির্বাচিত হবার পর।

শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গসহ প্রতি ১০ জনের মধ্যে ৬ জন আমেরিকান মনে করেন বর্তমানের বর্ণবাদী অবস্থা খারাপ, আর প্রতি ১০ জনের মধ্যৈ ৪ জন মনে করেন দেশে বর্ণবাদ বিষয়ক আচরণ আরো খারাপ দিকে যাচ্ছে। এই জরিপ করা হয়েছ গত সপ্তাহে নিউইয়র্ক টাইমস ও সিবিএস নিউজের পক্ষ হতে।

XS
SM
MD
LG