অ্যাকসেসিবিলিটি লিংক

মেক্সিকোয় ৫ দিনের সফরে বুধবার পোপ ফ্র্যান্সিস জেলবন্দীদের সঙ্গে সাক্ষাৎ করেন


মেক্সিকোয় ৫ দিনের সফরে বুধবার পোপ ফ্র্যান্সিস জেলবন্দীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

৭০০ বন্দীর সঙ্গে মিলিত হয়ে পোপ বলেন এরা তাদের অতীত মুছে ফেলতে পারবে না ঠিক, তবে তারা নতুন গল্পের অবতারনা করতে পারেন এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেন।

তিনি তাদরেক পরামর্শ দেন তারা যেনো তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংঘাতের পথ বন্ধ করার বিষয়ে প্রয়াস চালান। ভ্যাটিক্যান সিটির বাইরে গেলে বন্দীদের সঙ্গে মিলিত হওয়া পোপের কর্মসূচীর একটি অংশ।

XS
SM
MD
LG