অ্যাকসেসিবিলিটি লিংক

চলছে সাউথ ক্যারোলাইনা প্রাইমারী ও নেভাদা ককাস


যুক্তরাষ্ট্রের দক্ষিনের রাজ্য সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান ভোটাররা ভোট দিচ্ছেন এবারকার প্রেসিডেন্ট নির্বাচনের তাদের পছন্দের প্রার্থী বাছাই করতে। একই দিনে পশ্চিমাঞ্চলের রাজ্য নেভাদায় ডেমোক্রেট দলীয় ভোটাররা রাজ্য ককাসে তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিচ্ছেন।

এই দুই রাজ্যের ফলাফল এখন যাই হোকনা কেনো পহেলা মার্চ সুপার টিউজডে’তে দেশের বারোটি রাজ্যে যখন প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হবে, তাতে প্রভাব ফেলবে।

শনিবার সাউথ ক্যারোলাইনার নির্বাচন শুরুর কয়েক ঘন্টা আগে রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্পের একটি বক্তব্য বিতর্ক সৃষ্টি করে। সাউথ ক্যারোলাইনায় এক নির্বাচনী প্রচারণায় ট্রাম্প, একদা কোনো এক সেনা কমান্ডার কিভাবে মুসলমান বন্দীদের অপদস্ত কর সন্ত্রাস দমন করছিলেন সে গল্প বলে সন্ত্রাস দমনে শক্তিশালী পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন।

ফ্লরিডা সেনেটর মার্কো রুবিও ট্রাম্পের গল্পকে উদ্ভট উল্লেখ করে বলেন যুক্তরাষ্ট্র সে রকম নয়।

এদিকে নেভাদার ডেমোক্রেটিক ককাসে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন এবং ভার্মন্ট সেনেটর বার্নি স্যান্ডার্সের সমর্থনের পাল্লা প্রায় সমান সমান।

আগামী শনিবার সাউথ ক্যারোলাইনায় অনুষ্ঠিত হবে ডেমোক্রেটিক দলের প্রাইমারী নির্বাচন। একই দিন নেভাদায় অনুষ্ঠিত হবে রিপাবলিকান দলীয় ককাস।

XS
SM
MD
LG