ভারতে সেনা ও পুলিশের গুরুত্বপুর্ণ ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার- জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষরায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে সম্প্রতি পাঠানকোট বায়ূসেনা ঘাটিতে জঙ্গি হামলা কান্ডের মতো ঘটনা যাতে আর না হয় সেদিকে লক্ষ্য রেখে দেশের সেনা ও পুলিশের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন দিল্লীতে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সরকারী ভাবে এক বিবৃতির মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর সংগে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর দেশের নিরাপত্তা বিভাগের প্রধান অজিত স্বরাষ্ট্র মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে সীমান্তের ওপার থেকে কিছু প্রতিক্রিয়া শীল শক্তি নানা ধরনের হামলা চালাচ্ছে।প্রযুক্তিগত ভাবে এর মোকাবিলা করার জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রয়োজনে এখন যে ব্যবস্থা রয়েছে তাকে আরো উন্নত করতে হবে এই ধরনের হামলা রোখার জন্য। এই সব কারনে ঠিক হয়েছে সেনা আধাসেনা ও পুলিশের বিভিন্ন গুরুত্ব পূর্ণ ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে।