পাকিস্তানের সামরিক বাহিনী বলছে যে আজ সকালে তাদের জঙ্গি বিমানগুলো আফগান সীমান্তের কাছে তালিবানের গোপন আস্তানায় বোমা বর্ষণ করলে কমপক্ষে ২৫ জন সন্ত্রাসী নিহত হয়।
এক সরকারী বিবৃতিতে বলা হয়েছে যে পাকিস্তানি তালিবান এবং বিদ্রোহীদের হাক্কানি চক্রের সঙ্গে সম্পৃক্ত জঙ্গিদের শক্তঘাঁটি উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেল অঞ্চলে এই বিমান অভিযান চালানো হয়।
জাতিসংঘ সাধারণ পরিষদে গতকাল ভাষণ দেবার সময়ে প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ , পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসীদের নির্মূল করতে পাকিস্তানের সঙ্কল্পের কথা আবার ও বলেন।
তিনি বলেন যে উত্তর ওয়াজিরিস্তানে এবং দেশের অন্যত্র Zarb-e-Azb নামে পরিচিত চলমান জঙ্গিবাদ বিরোধী আক্রমণ অভিযান , লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
২০১৪ সালের জুন মাসে সামিরক বাহিনীর নের্তৃত্বে এই অভিযান শুরু হয় এবং কর্মকর্তারা বলছেন যে বিদেশিসহ মোট সাড়ে তিন হাজারের ও বেশি জঙ্গিকে এ পর্যন্ত হত্যা করা হয়েছে এবং প্রায় ৪০০ সৈন্য ও এতে প্রাণ হারিয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা দাবি করছেন যে এর ফলে সে দেশে সন্ত্রাসী আক্রমণ ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।