পাকিস্তানের একটি আদালত ২০০৮ সালে মুম্বাই-এ সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারীকে মুক্তি দিয়েছে। ঐ হামলায় ১৬৬ জন প্রাণ হারায়। কর্মকর্তারা জানিয়েছেন বৃহষ্পতিবার জাকিউর রাহমান লাখভীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। লাখভী পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী দল লাস্কার –ই তাইয়েবার একজন শীর্ষ কমান্ডার ছিলেন।
২০০৮ সালে/ ভারতের বানিজ্যিক রাজধানী মুম্বাইএ সন্ত্রাসী আক্রমনের সংগে সংশ্লিষ্টতার দায়ে আরো ৬জনের সংগে তাকেও ২০০৯ সালের ফেব্রুয়ারী মাস থেকে কারাগারে আটক রাখা হয়। ৬০ ঘন্টা ধরে ঐ আক্রমণ চলেছিল।