বিশ্বের সর্বজৈষ্ঠ মানুষ হিসাবে যাকে বিবেচনা করা হয় জাপানের সেই ১১৭ বছর বয়সী নারী মিসাও ওকাওয়া মারা গেছেন। পশ্চিম জাপানের ওসাকা শহরের একটি নার্সিম হোমে মারা যান তিনি।
১৮৮৯ সালে জন্মগ্রহণকারী ওকাওয়ার বিয়ে হয় ১৯১৯ সালে। তার তিন সন্তান চার পৌত্র-পুত্রি এবং পৌত্র-পুত্রির আরো ছয় সন্তান। জীবদ্দশায় তিনি কখনোই গুরুতর অসুস্থ হননি বলে জানা গেছে।
বর্তমানে বিশ্বের সর্বজৈষ্ঠ মানুষ হলেন আরকানসা’র গেরট্রুড উইভার। এ বছর ৪ঠা জুলাইয়ে তার বয়স হচ্ছে ১১৭ বছর। উইভার বলেন তার দীর্ঘ জীবনের মূল কারণ হচ্ছে অন্য মানুষের সঙ্গে ভালো ব্যাবহার ও দয়াশীল ব্যাবহার।
এবারকার জন্মদিনের অনুষ্ঠানে আসার জন্য আরকানসার এই নারী, প্রেসিডেন্ট বারাক ওবামাকে আমন্ত্রণ জানিয়েছেন।