যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রায় ৫০ লক্ষ অবৈধ অভিবাসিকে বহিস্কার না করার পক্ষে প্রেসিডেন্ট বারাক ওবামা যে পরিকল্পনা করেছেন তার বিপক্ষে রুলিং দিয়েছে আদালত।
এ বিষয়ে প্রেসিডেন্ট ওবামার বছর খানেক আগে করা ঐ নির্বাহী আদেশের বিরুদ্ধে এই রুলিং এর কারনে তা এখন সুপ্রিম কোর্টে যাবে। ওবামা প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে দেশের সর্বোচ্চ আদালত বিষয়টি বিবেচনা করবেন।