অ্যাকসেসিবিলিটি লিংক

ওবামা ইরানে বন্দী আমেরিকানদের মুক্তি দাবি করেছেন


যুক্তরাষ্টের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানে বন্দী তিনজন আমেরিকানকে মুক্তি দেওয়ার এবং চতুর্থ যাকে মনে করা হচ্ছে ইরানেই রয়েছে তাকে খুঁজে পেতে সাহায্য করার জন্য ইরানের প্রতি দাবি জানান।

পিটসবার্গে বিদেশে যুদ্ধে অংশগহণকারী প্রাক্তন সৈনিকদের এক মহা সম্মেলনে মি ওবামা বলেন আমরা সে পর্যন্ত ক্ষান্ত হবো না যতদিন না ইরানে অন্যায় ভাবে বন্দী আমেরিকানদের আমরা স্বদেশে ফিরিয়ে আনতে পারি্। সাংবাদিক জেসান রাজিয়ান, গির্জার যাজক সাঈদ আবেদিনি, এবং যুক্তরাষ্ট্রের মেরিন কোরের সাবেক সার্জেন্ট আমির হেকমাতিকে মুক্তি দিতে হবে। তা ছাড়া রবার্ট লেভিনসনকে খুঁজে পেতে ও আমাদেরকে ইরানের সাহায্য করতে হবে।

এই চারজনের কোন কোন পরিবারের সদস্য , বন্ধু ও সহযোগিরা মি ওবামার এ্‌ই বলে সমালোচনা করেছেন যে গত সপ্তার পরমাণু বিষয়ক চুক্তির অংশ হিসেবেই এই বন্দী মুক্তি অর্জন করা উচিৎ ছিল। তবে মি ওবামা ইরানের সঙ্গ স্বাক্ষরিত ঐ চুক্তিকে এই বলে সমর্থন করেছেন যে এটি হচ্ছে অআমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বশীল এবং চৌকষ উপায়।

XS
SM
MD
LG