অ্যাকসেসিবিলিটি লিংক

ফ্রেডি গ্রে’র মৃত্যুর তদন্তের ব্যাপারে তাৎক্ষনিক ভাবে কোন সিদ্ধান্ত নেওয়া হবে না


পুলিশের হেফাজতে থাকার সময়ে একজন তরুণ কৃষ্ণাঙ্গের মৃত্যুর পর বল্টিমোরে যে সহিংস প্রতিবাদ হয় , সেই অবস্থা থেকে এখন শহরটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। ঐ লোকটি মৃত্যুর ব্যাপারে তদন্তের ফলাফল কবে নাগাদ প্রকাশ করা হবে সে ব্যাপারে কর্মকর্তারা এখনও কিছু বলছেন না।

২৫ বছর বয়সী ফ্রেডি গ্রে ‘র মৃত্যরি ব্যাপারে অভ্যন্তরীণ তদন্ত শেষ হবে শুক্রবার।এই ফলাফল ম্যারিল্যান্ড রাজ্যের অ্যাটর্নির দপ্তরে পাঠানো হবে । তারা সিদ্ধান্ত নেবে যে এই ঘটনার সঙ্গে জড়িত ছয় জন পুলিশের বিরুদ্ধে মামলা করা হবে কীনা।

বল্টিমোরের মেয়র স্টিফ্যানি রলিংস –ব্লেইক এবং অন্যান্য কর্মকর্তারা বলছেন যে শুক্রবার এই প্রতিবেদন প্রকাশ কিংবা পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনা হবে কী না এ রকম কোন সিদ্ধান্ত প্রকাশ করার সম্ভাবনা কম । গ্রে পরিবারের একজন আইনজীবি হাসান মার্ফি বলছেন যে তাদের পরিবার চায় যে সঠিক ভাবে তদন্ত পরিচালনার জন্য রাজ্য অ্যাটর্নির দপ্তর প্রয়ো্জনীয় সময় নিক।

XS
SM
MD
LG