অ্যাকসেসিবিলিটি লিংক

নির্বাচনী প্রচার চলছে নীতিশ কুমারের মুখের ছবি দিয়ে


২০১৪ সালে নরেব্দ্র মোদির নির্বচনী প্রচারের কৌশলের সঙ্গে বিহার বিধানসভা নির্বাচনে মোদি-বিরোধী জনতা দল ইউনাইটেড-এর নেতা নীতিশ কুমারের প্রচারের প্রধান কি মিল? দুই প্রচারেরই কৌশল স্থির করছেন প্রশান্ত কিশোর। দুই প্রচারেরই বৈশিষ্ট্য হল - দল নয়, নির্বাচনী প্রতীকও নয়, একমাত্র বিষয় হল, সে বারে প্রধানমন্ত্রী পদপ্রার্থী এবং এ বারে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে গুরুত্ব। তখন যেমন মোদির মুখের ছবি দিয়ে সারা দেশে প্রচার চলছিল, এ বারও প্রচার নীতিশ কুমারের মুখের ছবি দিয়ে। যেন ভোটদাতাদের মনে হয়, এঁকে ছাড়া কোনও বিকল্প নেই। সে বার, কংগ্রেস যেমন মোদির বিকল্প হিসেবে নিজেদের কোনও প্রধানমন্ত্রী পদপ্রার্থীকে তুলে ধরতে পারে নি, এ বারও নীতিশের বিকল্প কাউকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে আনতে পারে নি বিজেপি। কাজেই লোকসভা নির্বাচনেই সময় মনে হয়েছিল, মোদি ছাড়া আর কে-ই-বা হবেন প্রধানমন্ত্রী, এ বারও প্রচার দেখে মনে হচ্ছে, নীতিশ ছাড়া মুখ্যমন্ত্রী হওয়ার মত আর কেউ নেই।

please wait

No media source currently available

0:00 0:00:45 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG