এখন থেকে সারা ভারতে বিপদে পড়লে এখন সাহায্য চাইতে হলে একটি মাত্র ফোন নম্বরে ডায়াল করলেই চলবে। নম্বরটি হলো ১১২। এখনও পর্যন্ত ভারতে পুলিশ ডাকতে হলে ডায়াল করতে হয় ১০০, আগুন লাগলে ১০১ আর অ্যাম্বুলেন্সের জন্য ১০২ । ভারতের বিভিন্ন শহরে , বিভিন্ন রকম বিপদে সাহয্য চাওয়ার জন্য রয়েছে নানান নম্বর । এই বিভ্রান্তি দূর করার জন্যে এবার থেকে ভারতেও থাকতে পারে কেবল একটি নম্বর ১১২ । তবে পুলিশের নম্বর পরিবর্তন করা যাবে না রাজ্য সরকারের অনুমতি ছাড়া। নতুন এই ব্যবস্থা সম্পর্কে শুনুন আমাদের কোলকাতা প্রতিবেদক গৌতম গুপ্তের বিস্তারিত প্রতিবেদন :