২৫ এপ্রিলের ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের পরিকাঠামোর পুনর্গঠনে আর্থিক সাহায্যের কথা আলোচনা করতে বৃহস্পতিবার কাঠমাণ্ডুতে দেশের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও অন্যান্য কয়েকটি দেশের প্রতিনিধিরা। আগেই ভারত যে ১ বিলিয়ন ডলারের সাহায্যের কথা জানিয়েছিল, তা ছাড়াও এ দিন আরও ১ বিলিয়ন ডলার বা ৬,৩৬০ কোটি টাকা সাহায্যের কথা জানালেন সুষমা। কৈরালার হিসেব, পুনর্গঠনে নেপালের দরকার মোট ৪২,০০০ হাজার কোটি টাকা।
এই বৈঠকে নানান অঙ্কের সাহায্যের কথা জানিয়েছে চিন, জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রও। নিকটতম দুই প্রতিবেশী দেশ ভারত আর চিনের মধ্যে নেপালকে সাহায্য করা নিয়ে একটা চাপা প্রতিযোগিতা রয়েছে। এখনও পর্যন্ত অবশ্য অনেকটাই এগিয়ে রয়েছে ভারত।