নর্থ ক্যারোলাইনার চার্লটে এক কৃষ্ণাঙ্গ পুলিশ অফিসারেরর গুলীতে এক আফ্রিকান আমেরিকান নিহত হওয়ার পর শহর জুড়ে বিক্ষোভ করেছে শতশত মানুষ।
মঙ্গলবার রাতে একটি এ্যাপার্টমেন্ট এক অপরাধীর সন্ধানে গিয়ে ঐ গুলীর ঘটনা ঘটে যাতে মারা যায় ৪৩ বছর বয়সী আফ্রিকান আমেরিকান কেইথ ল্যামন্ট স্কট।
স্থানীয় প্রলিশ প্রধান কের পুটনি বলেছেন নিহত স্কট সেদিন গাড়ী থেকে বের হয়েছিল বন্দুক হাতে। তার পরিবার এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছেন তার হাতে বন্দুক নয় বই ছিল।
পুলিশ বলছে ঐ ঘটনার ভিডিও ফুটেজ আছে তাদের কাছে। তবে তা এখনো প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও এই ঘটনায বিক্ষোভ হযেছে।