অ্যাকসেসিবিলিটি লিংক

সূচি ‘র প্রেসিডেন্ট হবার সম্ভাবনা নাকচ করল মিয়ানমার সংসদ


মিয়ানমারের সংসদ, বিরোধী নেত্রী আওন সান সু চির প্রেসিডেন্ট হবার সম্ভাবনাকে নষ্যাৎ করে দিয়ে একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে যা কীনা সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে সামরিক বাহিনীর ভিটো দেওয়ার ক্ষমতার পরিসমাপ্তি ঘটাতো।

দীর্ঘ দিনের গণতন্ত্রপন্থি নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়িনী বলেন যে বৃহস্পতিবার এই ভোটাভুটির ফলাফলে তিনি মোটেই বিস্মিত নন। তিন দিন ধরে এ নিয়ে বিধায়কদের মধ্যে আবেগ এবং উত্তেজনাপূর্ণ বিতর্ক চলে।

মিয়ানমারের সংসদে এখন সামরিক বাহিনীর প্রাধান্য রয়েছে । ২০০৮ সালের সংবিধান অনুযায়ী সামরিক বাহিনী বাধ্যতামূলক ভাবেই ২৫টি আসন পাবে। এই নাকচ হওয়া প্রস্তাবটি পাশ হলে কার্যত সামরিক বাহিনীর ভিটো প্রদানের সাংবিধানিক ক্ষমতা থাকতো না।

বর্তমান সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে এমন কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না যার বিদেশি সন্তান রয়েছে। তার মানে আওন সান সুচি , মিয়াম্মারে যতই জনপ্রিয় হউন না কেন , তার ব্রিটিশ ছেলেদের কারণে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বি হওয়ার যোগ্য নন।

XS
SM
MD
LG