মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের মানবাধিকার পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট থিন সেইনের কাছে চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রের সেনেট ফরেন রিলেশনস কমিটি চেয়ারম্যান রবার্ট মেনেন্দেজ। চিঠিতে সেনেটর মেনেন্দেজ লিখেছেন, “আমি জরুরীভাবে অনুরোধ জানাচ্ছি যে আপনার সরকার যেনো অবিলম্বে রোহিঙ্গাদের ওপর নিগ্রহ বন্ধ করা, সেখানে কর্মরত আন্তর্জাতিক ত্রাণ কর্মীদের নিরাপত্তার ব্যাবস্থা করা এবং রাখাইন রাজ্যে তাদেরকে যাবার সুযোগ দেয়ার জন্য ব্যাবস্থা গ্রহণ করেন”। এ নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন নিউইয়র্কে বসবাসরত আন্তর্জাতিক রাজনীতি ও পররাষ্ট্র নীতি বিশ্লেষক ডা: নাফিস আহমেদ খানের সঙ্গে। আসুন শোনা যাক।