দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট বুধবার রাতে জানিয়েছে যে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ে ডনাল্ড ট্রাম্পের প্রচার অভিযান সম্পর্কে প্রায় দু বছর ব্যাপী তদন্তে কোন কোন তদন্তকারি বলছেন যে , বিশেষ কৌশুলি রবার্ট মূলার তাঁর প্রতিবেদনে যে সব কথা বলেছেন তা অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার যা বলছেন , তার চেয়ে অনেক বেশি ক্ষতিকর, প্রেসিডেন্টের জন্যে।
ট্রাম্পের পক্ষে প্রভাব বিস্তারের জন্য তাঁর নির্বাচনী প্রচার অভিযানের সঙ্গে রাশিয়ার যোগসাজশের অভিযোগ সম্পর্কে মূলার রিপোর্ট বিষয়ে বার গত ২৪শে মার্চ চার পাতার একটি সারসংক্ষেপ প্রকাশ করেন। বার বলেন যে মূলারের নের্তত্বাধীন তদন্তকারি দলটি এ রকম কোন প্রমাণ পায়নি যে ট্রাম্প কিংবা তার প্রচার অভিযানের সঙ্গে যুক্ত কেউ গোপনে রাশিয়ার সঙ্গে ষড়যন্ত্র বা সমন্বয় করেছে। অ্যাটর্নি জেনারেল আরো বলেন যে মূলার এই সিদ্ধান্তে পৌঁছাননি যে প্রেসিডেন্ট অবৈধ ভাবে এই তদন্তে হস্তক্ষেপ করেন তবে এটুকু যোগ করেন যে এই অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়নি। বার বলেন যে তিনি এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোসেন্সটাইন সিদ্ধান্ত নেন ট্রাম্পের বিরুদ্ধে বিচারে বাধা সৃষ্টির অভিযোগ আনার মতো পর্যাপ্ত প্রমাণ নেই।
কিন্তু দ্য নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্ট বলছে মূলারের টিমের তদন্তকারিরা সহযোগিদের বলেছেন যে বার তাদের তদন্তের ব্যাপারটি যথার্থ ভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছেন। দ্য পোস্ট বলছে মূলারের টিমের সদস্যরা মনে করেন যে বাধা সৃষ্টি করার ব্যাপারে তাঁরা যে সব প্রমাণ পেয়েছেন তা তাঁদের কথায় ভয়াবহ ও তাৎপর্যপূর্ণ। দ্য টাইমস বলছে তদন্তকারিরা এ বিষয়ে উদ্বিগ্ন যে বারের সারসংক্ষেপ ঐ টিমের রিপোর্টের ব্যাপারে যেহেতু প্রথম বিবৃতি , চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হবার আগেই জনগণের দৃষ্টিভঙ্গি সেখানেই নিবদ্ধ থাকবে। অ্যাটর্নি জেনারেল অবশ্য এপ্রিলের মাঝামআঝি নাগাদ এই রিপোর্ট প্রকাশ করার কথা বলছেন। তার আগে তিনি এবং তাঁর কর্মী, গ্র্যান্ড জুরির স্বাক্ষ্য ধরণের কিছু স্পর্শকাতর তথ্য বাদ দিতে চান । তবে বুধবার ডেমক্র্যাটিক পার্টি নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ দলীয় ভাবে এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে যে যাতে জুডিশিয়ারি কমিটির চেয়ারম্যান জেরি ন্যাডলারকে মূলারের পুর্ণ রিপোর্ট পেতে সমন জারির কর্তৃত্ব দেয়া হয়েছে।