যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ অবসানে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্প বলেন, যুদ্ধ অবসানের সম্ভাব্য চুক্তির অংশ হিসেবে রাশিয়া ইউক্রেনে ইউরোপীয় সেনাদের শান্তিরক্ষী হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার যুক্তরাষ্ট্রকে যৌথভাবে তার দেশের দুর্লভ প্রাকৃতিক ধাতু অনুসন্ধানের সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেন এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে যে সহায়তা পেয়েছে তার বিনিময়ে ইউক্রেনের উচিত যুক্তরাষ্ট্রকে ৫০ হাজার কোটি ডলারের গুরুত্বপূর্ণ কাঁচামাল দেয়া।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বিবেচনায় “অতি বিপদজনক হুমকি”সম্পন্ন আরও অপরাধী অভিবাসীদের গুয়ান্তানামো বে নৌঘাঁটিতে পাঠানো শুরু হয়েছে। কিউবা ঐ ঘাঁটির অভিবাসী কেন্দ্রটি খালি করার মাত্র কয়েকদিন পরেই অবৈধ অভিবাসীদের পাঠানো শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা ভয়েস অফ আমেরিকাকে নিশ্চিত করেছেন যে অভিবাসী বহনকারী একটি বিমান রবিবার গুয়ানতানামো বে পৌঁছেছে।