অ্যাকসেসিবিলিটি লিংক

মোরসীর বিরুদ্ধে নিরাপত্তা বিষয়ক গোপন তথ্য কাতারের কাছে ফাঁস করে দেয়ার অভিযোগ


মিশরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহামেদ মোরসীর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিষয়ক গোপন তথ্য কাতারের কাছে ফাঁস করে দেয়ার অভিযোগ উত্থাপন করা হয়েছে। আর এর মধ্য দিয়ে তার নিষিদ্ধ হওয়া দল মুসলিম ব্রাদারহুড ও তার ওপর আরো একটি আঘাত আসল।

মিশরের শীর্ষ প্রসিকিউটর বলেছেন মিষ্টার মোরসী ক্ষমতা থাকা অবস্থায় কাতারে দেশের গুরুত্বপূর্ন গোপন নিরাপত্তা দলিল ফাঁস করার অপরাধে তার ১০ সহযোগিসহ বিচারের সম্মুখীন হচ্ছেন। এদের মধ্যে একজন রয়েছেন কাতারের মালিকানার টিভি আল জাজিরার শীর্ষ নির্বাহী।

XS
SM
MD
LG