অ্যাকসেসিবিলিটি লিংক

২৪শে সেপ্টেম্বর থেকেই শুরু হল ভারতের প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফর


২৪শে সেপ্টেম্বর থেকেই শুরু হয়ে গেল ভারতের প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদির মার্কিন যুক্তরাষ্ট্র সফর। তাঁর নিউ ইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সদর দপ্তরে যাওয়া ও বিভিন্ন কর্তাদের সঙ্গে বৈঠকের কর্মসূচির দায়িত্বে রয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। পরের পর্যায়ে পশ্চিম উপকূলে মাইক্রোসফ্ট ও গুগল কর্তাদের সঙ্গে বৈঠক ও বিভিন্ন শীর্ষ কারিগরী সংস্থার কর্তাব্যক্তিদের সঙ্গে নৈশভোজের আয়োজক খোদ প্রধানমন্ত্রির দফতর। দ্বিতীয় পর্যায়ে এমনই ঠাসা কর্মসূচি যে ৪৮ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে ২০টি বৈঠক। সিলিকন ভ্যালিতে মোদির সর্বশেষ অনুষ্ঠান হল, ১৭,০০০ প্রবাসী ভারতীয়দের সামনে বক্তৃতা। মোদি তাঁর প্রায় দেড় বছরের প্রধানমন্ত্রিত্ব কালে যত বিদেশ সফর করেছেন, প্রায় সর্বত্রই তাঁর চেষ্টা ছিল স্থানীয় প্রবাসী ভারতীয়দের কাছে বক্তৃতা। মার্কিন যুক্তরাষ্ট্র সফরের ঠিক আগেই যে আয়ার্ল্যান্ড সফর সারলেন প্রধানমন্ত্রি, সেখানেও প্রবাসী ভারতীয়দের সভায় তিনি বক্তৃতা করেছেন। দেখা গিয়েছে, সর্বত্রই প্রবাসীরা তাঁকে ঘিরে উচ্ছ্বসিত।

সরাসরি লিংক

XS
SM
MD
LG