মাদার টেরিসা প্রয়াত হয়েছেন প্রায় দু দশক অগে। মৃত্যুর আগেই তিনি উত্তরাধিকারী নির্বাচিত করে গিয়েছিলেন যে সিসটার নির্মলাকে, তিনিও গত সপ্তাহে প্রয়াত হলেন। তাঁর উত্তরাধিকারী হিসেবে ছয় বছর আগেই মিশনারিজ অফ চ্যারিটি-র প্রধান, বা, সুপিরিয়র জেনারেল হিসেবে দায়িত্ব নেন সিসটার প্রেমা। কিন্তু অন্তত অভিভাবক হিসেবে মাথার ওপরে ছিলেন সিসটার নির্মলা। এ বার তবে কোন পথে চলবে সংগঠন? কলকাতার আর্চবিশপ, ফাদার ডিসুজা অবশ্য মনে করেন, মাদারের লক্ষ্যে পৌঁছতে যে ভাবে কাজ করে গিয়েছেন সিসটার নির্মলা, সেটাই সিসটারদের ভবিষ্যতের পাথেয় হবে।
আপাতত সংগঠনের সকলে উত্তেজিত হয়ে রয়েছেন অন্য একটি প্রত্যাশা নিয়ে - কবে মাদারকে সেন্ট বা সন্ত হিসেবে স্বীকৃতি দিতে চলেছেন পোপ। তাঁদের সকলের অবশ্য আশা, বহু প্রতীক্ষিত সে ঘটনা ঘটবে ২০১৬ সালের কোনও এক সময়ে।