মাওবাদীরা ফের সক্রিয় পশ্চিমবঙ্গে। .রাজ্যের হাওড়া, শিয়ালদহ ও মেট্রো ষ্টেশনে নাশকতার আশঙ্কায় বাড়ানো হল সতর্কতা।
পশ্চিমবঙ্গে নিজেদের উপস্থিতি জানান দিতে হাওড়া শিয়ালদহ বা শহরের লাইফ লাইন মেট্রো রেলের যে কোনো ষ্টেশনে হামলা চালাতে পারে মাওবাদীরা।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই সতর্কবার্তা দিয়েছে....এদিকে বর্তমানে ষ্টেশন গুলিতে নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে তল্লাশিও।
সমন্বয় বাড়ানো হয়েছে রাজ্য পুলিশের সঙ্গেও। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রের খবর এ রাজ্যে মাওবাদীদের নতুন কমিটি তৈরী হয়েছে।নব গঠিত রাজ্য নেতৃত্বকে হামলার নির্দেশ দেওয়া হয়েছে মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির তরফে।
মাওবাদীদের হামলার ষড়যন্ত্রে আরো কয়েকটি জঙ্গি সংগঠন যুক্ত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে। গোয়েন্দারা জানাচ্ছেন এক সময়ের মাওবাদীদের চারন ক্ষেত্র জঙ্গল মহলের বিভিন্ন প্রান্তে শক্তপোক্ত নিরাপত্তা বেষ্টনীর কারনে সেখানে নানা চেষ্টা চালিয়েও কোনো নাশকতা ঘটাতে পারছেনা মাওবাদীরা.....আর সে কারনেই অপেক্ষাকৃত কম নজরদারী থাকা এলাকায় হামলার ছক কষে পুনরায় পাদপ্রদীপের তলায় আসার চেষ্টা করছে মাওবাদীরা।