আগামী কাল২৩ শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে কলকাতা শহরকে। কারণ, আগামীকাল একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর কলকাতায় অন্যদিকে রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। আগামীকাল ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার শ্যামবাজার থেকে মধ্য কলকাতার রেডরোড পর্যন্ত পদযাত্রা করবেন।
আঁটোসাটো নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গোটা শহর। ইতিমধ্যে, শহরে এসে পৌঁছেছে প্রধানমন্ত্রীর নিজস্ব সিকিউরিটি টিম। কলকাতা পুলিসের সহযোগীতায় কড়াকড়ি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার প্রস্তুতি চলছে।প্রায় ২০০০ এর বেশি পুলিস মোতায়েন করা হয়েছে। নজরদারি চালাতে ব্যবহার করা হবে ড্রোন। শহরে শুরু হয়েছে নাকা চেকিং। যে জায়গায় প্রধানমন্ত্রী যাবেন তার পাশে রাখা থাকবে স্যান্ডবাঙ্কার। থাকবে কুইক রেসপন্স টিমও।