ইটালি এবং ফ্রান্সের কর্মকর্তারা এ সপ্তায় ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানীকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা আশা করছেন এর ফলে মধ্য প্রাচ্যের ঐ দেশটির সঙ্গে সম্পর্কের নতুন অধ্রায় শুরু হবে। রুহানীর ইউেরোপ সফরের মুল পরিকল্পনা ছিল গত বছর নভেম্বর মাসে কিন্তু প্যারিসে সন্ত্রাসী আক্রমণের পর তা স্থগিত করা হয়।
ইরান, বিচ্ছিন্ন অবস্থা থেকে বেরিয়ে এসে এখন ইউরোপের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপন করতে চাইছে। তিনি এই প্রথম ইটালি, দ্য ভ্যাটিকান এবং ফ্রান্স সফরে যাচ্ছেন ।
সোমবার ইটালিতে পৌঁছে তিনি প্রধানমন্ত্রী মাতেও রেনজি এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন এবং একটি অর্থনৈতিক সম্মেলনে ভাষণ দেবেন। তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গেও কথা বলবেন , প্রায় দু দশকের মধ্যে তিনিই হচ্ছেন প্রথম ইরানি নেতা যিনি পোপের সঙ্গে কথা বলছেন। রুহানী এর পর প্যারিস সফরে যাবেন। গত সপ্তায় ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দ বলেন আন্তর্জাতিক মঞ্চে ইরানের প্রত্যাবর্তন সম্ভব তবে তিনি এমন আভাস ও দেন যে বিশষেত সৌদী আরব সহ মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাস করে এ রকম সম্পর্ক অর্জন করার বিষয়টি ইরানের উপর নির্ভর করছে।