অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় ২৫জন যুবককে মৃত্যুদন্ড দেয়ার ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট


সিরিয়ার পালমিরা শহরের প্রাচীন এক এ্যাম্পিথিয়েটারে ২৫জন তরুন যুবককে মৃত্যুদন্ড দেয়ার এক ভিডিও প্রকাশ করেছে ইসলামিক স্টেট জঙ্গী গোষ্ঠি।

শনিবার সামাজিক মাধ্যমে আপলোড করা ঐ ভিডিওতে দেখানো হয় ভয়ংকর পালমিরা জেলখানা থেকে কয়েকজন সিরিয়ন সরকারের সেনা সদস্যকে এ্যাম্পিথিয়েটারের দিকে নিয়ে যাচ্ছে আইএস জঙ্গীরা।

গত মে মাসে ঐ শহর দখলের পর থেকে ইসলামিক স্টেট জঙ্গীরা দুই শতাধিক মানুষকে হত্যা করেছে। এছাড়া শনিবার লেবানী জঙ্গী গোষ্ঠি জেকয়েক দফা আক্রমন চালায়।

XS
SM
MD
LG