অ্যাকসেসিবিলিটি লিংক

মুসলমান নারীদের মুক্তি না দিলে এক ক্রোয়েশিয়ানকে শিরোশ্চ্ছেদ করার হুমকী ইসলামিক ষ্টেট জঙ্গী গোষ্ঠীর


মিশরিয় সরকার তাদের জেল থেক বন্দি মুসলমান নারীদের মুক্তি না দিলে ইসলামিক ষ্টেট জঙ্গী গোষ্ঠীর কাছে জিম্মি থাকা এক ক্রোয়েশিয়ানকে শিরোশ্চ্ছেদ করার হুমকী দিয়েছে এক ভিডিও বার্তায় ঐ জঙ্গী গোষ্ঠী।

ঐ ভিডিওতে দেখা যাচ্ছে ছুরিহাতে একজন মুখোশ পরা জঙ্গীর সামনে হাটুগেড়ে বসে আছে কমলা রঙ্গা জাম্পসুট পরা এক লোক। মনে করা হচ্ছে মিশরের সিনাই প্রদেশের ইসলামিক স্টেট শাখার কাজ এটি।

লোকটি ইংরেজীতে লেখা একটি নোট পড়ছে যাতে সে নিজেকে তমিস্লাভ সালোপেক নামে পরিচয় দেয়। বলে যে সে ৩০ বছর বয়স্ক ও দুই সন্তানের পিতা। সে আরো বলছে ইসলামিক স্টেট ১২ই জুলাই তাকে ধরে নিয়ে যায়। সে বলছে ৪৮ ঘন্টার মধ্যে দাবী পুরন না করেল তারা তাকে হত্যা করবে।

XS
SM
MD
LG