অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তানের তিনটি স্থানে জেলখানা তৈরী করেছে ইসলামিক ষ্টেট জঙ্গী গোষ্ঠি


আফগানিস্তানের আচিন জেলার তিনটি স্থানে জেলখানা তৈরী করেছে ইসলামিক ষ্টেট জঙ্গী গোষ্ঠি। ভয়েস অব আমেরিকার আফগান সার্ভিসের সঙ্গে সাক্ষাৎকারে ঐ জেলার গভর্ণর হাজী ঘালিব মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান ঐসব জেলখানায় থাকা বন্দীদের অধিকাংশই আফগান সরকারের কর্মকর্তা।

ঘালিব মুজাহিদ জানান দেশের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানঘারের বেশকিছু জেলায় দীর্ঘদিন ধরে ইসলামিক ষ্টেট ও তালিবানদের মধ্যে সংঘর্ষ লেগে রয়েছে। ইসলামিক ষ্টেটের ঐসব জেলখানায় ১২৭ জন বন্দী রয়েছেন; যাদের অধিকংশই আফগান ন্যাশনাল আর্মি ও পুলিশ এবং ধর্মীয় ও আদিবাসি নেতৃবৃন্দ।

XS
SM
MD
LG