অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে পিছূ হঠতে শুরু করেছে জঙ্গী যোদ্ধারা


যুক্তরাস্ট্রের সেনা কর্মকর্তারা বলেছেন ইরাকে ইসলামিক স্টেট যোদ্ধাদের লক্ষ্য করে চালানো যৌথ বাহিনীর বিমান আক্রমণে পিছূ হঠতে শুরু করেছে জঙ্গী যোদ্ধারা।

লে: জেনারেল জন হেস্টারম্যান শুক্রবার বলেছেন ইরাকে আইএস শক্ত অবস্থানে রয়েছে তাতিনি বিশ্বাস করেন না।

এর একদিন আগে যুক্তরাস্ট্রের উপপরাষ্ট্রমন্ত্রঅী এ্যান্টনী ব্লিনকেন বলেছেন আইএস বিরোধী অভিযানে এক বছরেরও কম সময়ে ১০ হাজারেরও বেশী জঙ্গী মারা গেছে।

XS
SM
MD
LG