অ্যাকসেসিবিলিটি লিংক

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হযে অন্তত ২৭জন নিহত


Devotees crowd to attend the Maha Pushkaralu, a Hindu festival, on the banks of river Godavari at Rajahmundry in Andhra Pradesh, India, July 14, 2015. Twenty-seven people were killed and 40 injured on Tuesday in a stampede in the Indian state of Andhra Pr
Devotees crowd to attend the Maha Pushkaralu, a Hindu festival, on the banks of river Godavari at Rajahmundry in Andhra Pradesh, India, July 14, 2015. Twenty-seven people were killed and 40 injured on Tuesday in a stampede in the Indian state of Andhra Pr

ভারতে কর্তৃপক্ষ বলেছে অন্তত ২৭ জন পদপিষ্ট হয়ে নিহত হয় যখন নদীর পারে তীর্থযাত্রীরা হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সমবেত হয়।

অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে গোদাবরী পুষ্করম মেলায় ওই ঘটনা ঘটে। আহত হয়েছেন বেশ কয়েক জন। পুলিশ জানিয়েছে, এক সঙ্গে প্রচুর মানুষ ঠেলাঠেলি করে ঘাটে ঢোকার চেষ্টা করার সময়েই বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

প্রচুর পুলিশ ও স্বেচ্ছাসেবী মোতায়েন থাকলেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেয়ে যায় তারা। মৃতদের সনাক্তকরণের কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

XS
SM
MD
LG