মিয়ানমার থেকে পালিয়ে যাওয়া এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা হিন্দু শরণার্থীরা চাইছেন, তাঁদের আশ্রয় দিক ভারত। বৌদ্ধ-প্রধান মিয়ানমার বা মুসলিম-গরিষ্ঠ বাংলাদেশের চেয়ে হিন্দু-প্রধান ভারতই তাঁদের পছন্দের গন্তব্য। এই প্রস্তাবে সায় দিয়ে বিজেপি-সহযোগী বিশ্ব হিন্দু পরিষদ নেতারা বলছেন, এটা স্বাভাবিক দাবি। ভারত এই রোহিঙ্গাদের আশ্রয় দিক। অতীতেও সরকার তো বলেছে, হিন্দু, বৌদ্ধ, খৃস্টান ইত্যাদি শরণার্থীরা নিজের দেশে বিপন্ন বোধ করলে ভারত তাদের স্থান দিতে পারে। কিন্তু সুপ্রিম কোর্টে ভারত সরকারের অবস্থান হল, রোহিঙ্গারা অবাঞ্ছিত শরণার্থী এবং ভারত নীতিগত ভাবে এদের মায়ানমারে ফেরত পাঠাতে চায়। এখন কি শীর্ষ আদালতে বলা চলে যে, হিন্দু শরণার্থীদের ভারতেই আশ্রয় দিতে রাজি সরকার?
বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।