ভারতে রেলমন্ত্রী সুরেশ প্রভু বৃহস্পতিবার ২০১৬-১৭ অর্থবছরের জন্য যে রেল বাজেট পেশ করলেন সংসদে, তাতে যাত্রীভাড়াও বাড়ছে না, বাড়বে না পণ্য মাসুলও। তবে যাত্রীদের জন্য নতুন ট্রেনেরও প্রস্তাব নেই।
এক দিকে, সব দূরপাল্লার দ্রুতগামী ট্রেনে এবার থেকে থাকবে ২-৩টি করে অসংরক্ষিত কামরা, এবং পুরোপুরি অসংরক্ষিত কামরা নিয়ে ছুটবে নতুন নতুন ট্রেনও। আসনে নৈশ সফরের জন্য দোতলা ট্রেন। রেলমন্ত্রীর আশা, ২০২০ সালের মধ্যে ভারতীয় রেলের যাত্রীবহন ক্ষমতা এখনকার তুলনায় চার গুণ বেড়ে যাবে।তবে যাত্রীদের ভর্তুকি জোগাতে গিয়ে রেলের বার্ষিক ব্যয় হচ্ছে ৩০ হাজার কোটি টাকা। আগামী অর্থ বছরে বিভিন্ন প্রকল্পে ১ লক্ষ ২১ হাজার কোটি টাকা লগ্নির প্রস্তাব দিলেন প্রভু। দেশে আরও দুটি রেল ইঞ্জিন নির্মাণ কারখানা গড়তে বাজেটে ৪০ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। শহরতলীর ট্রেনে যাত্রীদের ভিড় কমাতে রেলমন্ত্রীর প্রস্তাব, অফিসের সময়ে পরিবর্তন আনা হোক। আরেকটি প্রস্তাব, ২০২০-র মধ্যে সমস্ত প্রহরীবিহীন লেভেল ক্রসিং উঠিয়ে দেওয়া হবে।
বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত।