অ্যাকসেসিবিলিটি লিংক

নাইজিরীয় নাগরিকদের ভারতে যাবার ভিসা নিয়ে কড়াকড়ি


India
India

নাইজিরীয় নাগরিকদের ভারতে যাবার ভিসা নিয়ে কড়াকড়ি করা শুরু করা হয়েছে। ভারতে দীর্ঘ দিন ধরেই আসছেন নাইজিরীয় নাগরিকেরা। গোড়ায় এঁরা আসতেন হয় ছাত্র ভিসা নিয়ে অথবা ফুটবল খেলোয়াড় হিসেবে। কিন্তু গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, মাদক চালান, সাইবার ক্রাইম, জালিয়াতি ইত্যাদি অপরাধে জড়িয়ে পড়ছেন বহু নাইজিরীয় নাগরিক। অবস্থা এমনই যে ভারতে অপরাধে জড়িয়ে পড়েন যত বিদেশি, তাদের অর্ধেকেরও বেশি নাইজিরীয় নাগরিক। এই রকম একটি মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীমকুমার রায় ও বিচারপতি মলয় মরুত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। সরকারের তরফে আদালতকে জানানো হয়, নাইজিরীয় নাগরিকদের ভারতে আসবার ভিসা নিয়ে কড়াকড়ি করা শুরু করা হয়েছে। এ দেশে যারা রয়েছে, তাদের ওপর নজরদারি বাড়িয়েছে পুলিশ।

কলকাতা থেকে জানিয়েছেন গৌতম গুপ্ত।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:11 0:00

XS
SM
MD
LG