ভারত সোমবার দেশের ১০টি শহরের বায়ুদূষণ পরিমাপের জন্যে জাতীয় বায়ুমান নির্ণায়ক সূচক চালু করেছে।
নতুন দিল্লীতে রাজ্যের পরিবেশ মন্ত্রীদের একটি সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই ঘোষণা দেন।
মিঃ মোদি বলেছেন, ভারতের একটি পরিবেশ রক্ষার ঐতিহ্য আছে, দূষণের মাত্রার দিক থেকে ভারতের অবস্থান পৃথিবীতে অনেক নিচে।
তাঁর এই দাবীর বিরোধিতা করছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত বছরের এক রিপোর্টে তারা বলেছে, বায়ুদূষণের দিক থেকে নতুন দিল্লী রয়েছে এক নম্বরে।
এই নতুন সূচকের সাহায্যে ভারতের নাগরিকরা তাদের বায়ু স্বাস্থ্যসম্মত কিনা তা জানতে পারবে।