অ্যাকসেসিবিলিটি লিংক

গো-হত্যা নিষিদ্ধ: আপত্তি বিজেপি বিধায়কের


গো-হত্যা নিষিদ্ধকরণ ভারতের ক্ষমতাশীন বিজেপি দলের অন্যতম আদর্শগত লক্ষ্য। তাই মহারাষ্ট্রে ক্ষমতাসীন হওয়ার পরে বিজেপি সরকার যে রাজ্য জুড়ে গো-হত্যা ও গো-মাংস নিষিদ্ধ করে দেবে, সেটাই স্বভাবিক।

কিন্তু এবার আপত্তি উঠেছে খোদ দলেরই এক বিধায়কের তরফে। তিনি বলেছেন, এর ফলে সমস্যায় পড়েছেন মহারাষ্ট্রের সাধারণ চাষীরা। বুড়ো ও অক্ষম হালের বলদ আগে কসাইখানায় বিক্রি করে দেওয়া হত। সে পথ বন্ধ হয়ে যাওয়ায় অকেজো গরুকে বসিয়ে খাওয়াতে হচ্ছে। গো-মাংস ব্যবসায়ীরাও সমস্যায়। দলেরই বিধায়ক এই বাস্তব সমস্যা উত্থাপন করায় দলীয় নেতৃত্ব অস্বস্তিতে।

অবশ্য দেশের সংবিধানের ডাইরেক্টিভ প্রিন্সিপল বা অভীষ্ট লক্ষ্যের তালিকাতেও গো-হত্যা নিষিদ্ধকরণের উল্লেখ রয়েছে। ভারত সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা, অরবিন্দ সুব্রামানিয়ানকে কয়েক দিন আগেই মহারাষ্ট্রের এই নিষেধের আর্থিক তাৎপর্য সম্পর্কে মতামত দিতে বললে, তিনি হাল্কা চালে বললেন-এ কথার জবাব দিলে আমার চাকরিটা কি আর থাকবে! কলকাতা থেকে গৌতম গুপ্ত।

please wait

No media source currently available

0:00 0:00:50 0:00

XS
SM
MD
LG