অ্যাকসেসিবিলিটি লিংক

বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে বাড়ির দেওয়ালে ফাটল


পুলিশ প্রশাসনের হেফাজতে থাকা বাজি নিষ্ক্রিয় করতে গিয়ে শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি এবং গঙ্গার ওপাড়ে অর্থাৎ হুগলি জেলার চুঁচুড়ার বিস্তীর্ণ এলাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে বাজি নিষ্ক্রিয় করার কাজ চলছিল নৈহাটির ছাইঘাটে। ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা। চুঁচুড়াতে একাধিক বাড়ির দেওয়ালে ধরে ফাটল। বিস্ফোরণের তীব্রতায় কারও বাড়ির টিনের চালও উড়ে গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। যথোপযুক্ত ব্যবস্থাপনা না নিয়ে বাজি নিষ্ক্রিয় করা হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। সেই অভিযোগে পরপর দু’টি পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। অন্যদিকে আজি রাজ্যের সংশ্লিষ্ট জেলার ই বারাসাতে CAA বিরোধী সভা চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছয় বিস্ফোরণের ঘটনা। প্রায় সঙ্গে সঙ্গেই স্থানীয় বিধায়ক পার্থ ভৌমিককে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেন। এছাড়াও সভামঞ্চ থেকে আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “জলে ফেলে বাজি নিষ্ক্রিয় করা হচ্ছিল। সেই সময় বিস্ফোরণ হয়। কয়েকটি বাড়িতে চিড় ধরেছে। বিধায়ক পার্থ ভৌমিককে পাঠিয়েছি। ডিএমকে বলেছি ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে। নিশ্চিন্ত থাকুন সাহায্য করা হবে।”

কলকাতা সংবাদাতা পরমাশিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait

No media source currently available

0:00 0:00:51 0:00


XS
SM
MD
LG